ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির সাতশ’ গোলের ম্যাচে ধাক্কা খেলো বার্সা

  • পোস্ট হয়েছে : ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে ৭০০তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু বার্সা কাপ্তানের মাইলফলক ছোঁয়ার রাতটা শেষ পর্যন্ত হতাশা নিয়েই কাটলো কাতালান জায়ান্টদের। কারণ, ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো কিকে সেতিয়েনের দলকে।

লা লিগায় পয়েন্ট টেবিলে নিজেদের টিকে থাকার এই ম্যাচে আবার মূল্যবান দুই পয়েন্ট হারালো বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের সমতা করে মাঠ ছেড়েছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের থেকে সব দিক থেকেই এখন পিছিয়ে গেছে তারা।

এক ম্যাচ হাতে রেখে রিয়াল তাদের চেয়ে এগিয়ে এক পয়েন্টে। আগামী ম্যাচে জিদানের দল জয় পেলে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে চার। এছাড়া মুখোমুখি লড়াইয়ের হিসেবেও এগিয়ে আছে রিয়াল। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে তাই বার্সেলোনা এক প্রকার লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে।

ম্যাচের ১১ মিনিটেই নিজেদের জালে বল জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ডিয়াগো কস্তা। এরপর ১৯ মিনিটে সাউল গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করে এগিয়ে যায় কিকে সেতিয়েনের দল। এবার পেনাল্টি থেকে গোল করে সাতশ’ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

কিন্তু মেসির গোলে বার্সার লিড নেওয়ার স্বস্তি টেকেনি বেশিক্ষণ। ৬২ মিনিটে আবার সমতায় ফেরে অ্যাথলেটিকো মাদ্রিদ। বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সফল হয়নি কেউই। সমতা নিয়ে মাঠ ছাড়ে ডিয়াগো সিমিওনের শিষ্যরা।

এদিকে এই ড্রয়ে বার্সার শিরোপা স্বপ্ন জোর ধাক্কা খেলো। ৩৩ ম্যাচ শেষে কাতালান জায়ান্টদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসির সাতশ’ গোলের ম্যাচে ধাক্কা খেলো বার্সা

পোস্ট হয়েছে : ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে ৭০০তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু বার্সা কাপ্তানের মাইলফলক ছোঁয়ার রাতটা শেষ পর্যন্ত হতাশা নিয়েই কাটলো কাতালান জায়ান্টদের। কারণ, ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো কিকে সেতিয়েনের দলকে।

লা লিগায় পয়েন্ট টেবিলে নিজেদের টিকে থাকার এই ম্যাচে আবার মূল্যবান দুই পয়েন্ট হারালো বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের সমতা করে মাঠ ছেড়েছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের থেকে সব দিক থেকেই এখন পিছিয়ে গেছে তারা।

এক ম্যাচ হাতে রেখে রিয়াল তাদের চেয়ে এগিয়ে এক পয়েন্টে। আগামী ম্যাচে জিদানের দল জয় পেলে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে চার। এছাড়া মুখোমুখি লড়াইয়ের হিসেবেও এগিয়ে আছে রিয়াল। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে তাই বার্সেলোনা এক প্রকার লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে।

ম্যাচের ১১ মিনিটেই নিজেদের জালে বল জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ডিয়াগো কস্তা। এরপর ১৯ মিনিটে সাউল গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করে এগিয়ে যায় কিকে সেতিয়েনের দল। এবার পেনাল্টি থেকে গোল করে সাতশ’ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

কিন্তু মেসির গোলে বার্সার লিড নেওয়ার স্বস্তি টেকেনি বেশিক্ষণ। ৬২ মিনিটে আবার সমতায় ফেরে অ্যাথলেটিকো মাদ্রিদ। বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সফল হয়নি কেউই। সমতা নিয়ে মাঠ ছাড়ে ডিয়াগো সিমিওনের শিষ্যরা।

এদিকে এই ড্রয়ে বার্সার শিরোপা স্বপ্ন জোর ধাক্কা খেলো। ৩৩ ম্যাচ শেষে কাতালান জায়ান্টদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: