বিনোদন ডেস্ক : তৃতীয় বার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত তার হবে বিয়ে।
জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শ্যাম্মা। তিনি একজন আমেরিকা প্রবাসী। বিয়ের জন্যই সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। এটি অপূর্বর তৃতীয় এবং শ্যাম্মার দ্বিতীয় বিয়ে।
উল্লেখ্য, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে বছর না গড়াতেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতা ঘর বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এ সংসার টিকেছিল ৯ বছর। ২০২০ সালে সেই সংসারটি ভেঙে যায়।
অন্যদিকে শ্যাম্মাও এর আগে একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বিচ্ছেদের পর তিনি বেশ কিছু দিন ধরে সিঙ্গেল ছিলেন। এরপর অপূর্বর সঙ্গে পরিচয় ও পরিণয় ঘটে। সেই সম্পর্কটাকেই বিয়েতে পূর্ণতা দিচ্ছেন তারা।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২১/এ