ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরার সামনে বেসামাল মৌনির পোশাক

  • পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • 70

বিনোদন ডেস্ক : জনসমক্ষে তারকাদের পোশাক খুলে যাওয়ার কারণে অস্বস্তিতে পড়ার ঘটনা নতুন নয়। এর জন্য ব্যঙ্গের শিকার হতে হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এমন জামা পরেছেন বলেই খুলে গিয়েছে। সেই একই পরিস্থিতির সম্মুখীন হলেন বঙ্গতনয়া মৌনী রায়। সম্প্রতি টি-সিরিজ সংস্থার দফতরের বাইরে মৌনীকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা।

মৌনীর পরনে ছিল ফুল ছাপের লম্বা ড্রেস। ঘাড়ের কাছে গিঁট বাঁধা ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘পোজ’ দিতে দিতে হঠাৎ অস্বস্তি হতে শুরু করে অভিনেত্রীর। ভিডিওয় সেটি স্পষ্ট হয়ে ওঠে। বার বার বুকের কাছে জামা টানতে থাকেন তিনি। দফতরের গাড়িবারান্দায় নিজের গাড়ি রা‌খেননি মৌনী। আর তাতেই বাড়ে বিপত্তি।

দেখা যায়, তিনি পাপারাৎজিদের ডাক এড়িয়ে আচমকাই দফতরের সদর দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে যান। পাপারাৎজিরাও তার পিছু নিতে থাকেন। অটো, বাইক, গাড়ি সবের মাঝখান দিয়ে ছুটে গিয়ে নিজের গাড়িতে ওঠেন মৌনী। সঙ্গে ছিলেন তার দেহরক্ষীও। বোঝা যায়, ঘাড়ের কাছে বাঁধা পোশাকের গিঁট আলগা হয়ে এসেছিল।

এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হল কটাক্ষ। ভাইরাল ভিডিওর মন্তব্য বাক্সে নেটাগরিকরা লিখলেন, অস্বস্তি হলে এমন খোলামেলা পোশাক পরার কী দরকার? কেউ লিখলেন, এমন জামা পরেও তো কাজ পান না আপনি।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্যামেরার সামনে বেসামাল মৌনির পোশাক

পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : জনসমক্ষে তারকাদের পোশাক খুলে যাওয়ার কারণে অস্বস্তিতে পড়ার ঘটনা নতুন নয়। এর জন্য ব্যঙ্গের শিকার হতে হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এমন জামা পরেছেন বলেই খুলে গিয়েছে। সেই একই পরিস্থিতির সম্মুখীন হলেন বঙ্গতনয়া মৌনী রায়। সম্প্রতি টি-সিরিজ সংস্থার দফতরের বাইরে মৌনীকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা।

মৌনীর পরনে ছিল ফুল ছাপের লম্বা ড্রেস। ঘাড়ের কাছে গিঁট বাঁধা ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘পোজ’ দিতে দিতে হঠাৎ অস্বস্তি হতে শুরু করে অভিনেত্রীর। ভিডিওয় সেটি স্পষ্ট হয়ে ওঠে। বার বার বুকের কাছে জামা টানতে থাকেন তিনি। দফতরের গাড়িবারান্দায় নিজের গাড়ি রা‌খেননি মৌনী। আর তাতেই বাড়ে বিপত্তি।

দেখা যায়, তিনি পাপারাৎজিদের ডাক এড়িয়ে আচমকাই দফতরের সদর দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে যান। পাপারাৎজিরাও তার পিছু নিতে থাকেন। অটো, বাইক, গাড়ি সবের মাঝখান দিয়ে ছুটে গিয়ে নিজের গাড়িতে ওঠেন মৌনী। সঙ্গে ছিলেন তার দেহরক্ষীও। বোঝা যায়, ঘাড়ের কাছে বাঁধা পোশাকের গিঁট আলগা হয়ে এসেছিল।

এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হল কটাক্ষ। ভাইরাল ভিডিওর মন্তব্য বাক্সে নেটাগরিকরা লিখলেন, অস্বস্তি হলে এমন খোলামেলা পোশাক পরার কী দরকার? কেউ লিখলেন, এমন জামা পরেও তো কাজ পান না আপনি।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: