ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে সর্বোচ্চ গোলদাতা রোনালদো

  • পোস্ট হয়েছে : ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনাল্ডো ১৮০ আন্তর্জাতিক ম্যাচে ১১১ গোল করে এই রেকর্ড গড়েছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়িকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন। আলী দাইয়ি ১০৯ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে মাত্র দুজন ফুটবলার শতাধিক গোল করেছেন। তার মধ্যে দাইয়ি ১০৯। আর রোনালদো ১১১। আজকের দুই গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে সবশেষ ৪৭ ম্যাচে মাঠে নেমে ৫০ গোল করার কৃতিত্ব দেখান সাবেক রিয়াল তারকা। পাশাপাশি আজকের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ইউরোপিয়ান হিসেবে সার্জিও রামোসের সর্বোচ্চ ১৮০ ম্যাচ খেলার রেকর্ডও স্পর্শ করেন।

বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। ৮৯ মিনিটে রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। আর যোগ করা সময়ে (৯০+৬) আরও একটি গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। আর সবাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান।

জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরোতে ৩ গোল করেছিলেন রোনালদো। আর ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৭ গোল। এবারের ইউরোতে ৩ ম্যাচে ৫ গোল করেন। ইউরোতে প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে করেন ১ গোল। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। আর বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে করলেন আরও দুটি গোল।

বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে সর্বোচ্চ গোলদাতা রোনালদো

পোস্ট হয়েছে : ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনাল্ডো ১৮০ আন্তর্জাতিক ম্যাচে ১১১ গোল করে এই রেকর্ড গড়েছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়িকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন। আলী দাইয়ি ১০৯ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে মাত্র দুজন ফুটবলার শতাধিক গোল করেছেন। তার মধ্যে দাইয়ি ১০৯। আর রোনালদো ১১১। আজকের দুই গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে সবশেষ ৪৭ ম্যাচে মাঠে নেমে ৫০ গোল করার কৃতিত্ব দেখান সাবেক রিয়াল তারকা। পাশাপাশি আজকের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ইউরোপিয়ান হিসেবে সার্জিও রামোসের সর্বোচ্চ ১৮০ ম্যাচ খেলার রেকর্ডও স্পর্শ করেন।

বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। ৮৯ মিনিটে রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। আর যোগ করা সময়ে (৯০+৬) আরও একটি গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। আর সবাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান।

জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরোতে ৩ গোল করেছিলেন রোনালদো। আর ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৭ গোল। এবারের ইউরোতে ৩ ম্যাচে ৫ গোল করেন। ইউরোতে প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে করেন ১ গোল। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। আর বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে করলেন আরও দুটি গোল।

বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: