বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তালেবান নেতা আনাস হাক্কানি।
তালেবান নেতা জাল্লালুদ্দিন হাক্কানির ছেলে আনাস হাক্কানির উদ্ধৃতি দিয়ে ভারতীয় টিভি চ্যানেল নিউজ১৮ এ খবর জানিয়েছে।
তালেবানের শীর্ষস্থানীয় নেতা জালালুদ্দিন হাক্কানি আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে সম্ভাব্য তালেবান সরকারের নীতি কী হবে এমন প্রশ্নের জবাবে আনাস বলেন, তালেবান অন্য কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় বা দুই দেশের সম্পর্কের বিষয়ে নাক গলাবে না। তিনি আরও বলেন, ভারতসহ বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে তালেবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে।
আনাস হাক্কানি বলেন, আমেরিকা প্রায় দুই দশক পর পাততাড়ি গুটিয়ে নিজের দেশে ফিরে গেছে এবং বর্তমানে প্রায় গোটা আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় তালেবানের আসন্ন ইসলামি সরকার সম্পর্কে বিশ্বব্যাপী নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যার বেশিরভাগই ঠিক নয়।
বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২১/কমা