বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বধূ হিসেবে গ্রহণ করেন অপূর্ব।
বিয়ের সম্পন্ন হওয়ার পর অপূর্ব বলেছেন, আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।
বিয়ের ছবিতে দেখা গেল, টকটকে লাল শাড়ি আর গয়নাতে সেজেছেন শাম্মা। আর অপূর্ব পরিধান করেছেন পাঞ্জাবী। বিয়ের স্টেজ সাজানো হয়েছে বিভিন্ন ফুলে। হাস্যোজ্জ্বল মুখে তারা বিনিময় করেছেন বিয়ের মালা।
অভিনেতা অপূর্বর এটি তৃতীয় বিয়ে। প্রথমবার ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন তিনি। মাত্র ছয় মাস পরই ভেঙে যায় অপূর্ব-প্রভার সেই সংসার।
এরপর ২০১১ সালের জুলাইতে অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এই সংসারে তার আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। গত বছর অপূর্ব-অদিতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। যদিও তাদের বিচ্ছেদ ২০১৯ সালে হয়েছে বলে জানান অদিতি।
উল্লেখ্য, অপূর্বর তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ানের পৈত্রিক ভিটা ঢাকার লালমাটিয়ায়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। এর আগে শাম্মার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা যায়। সে সংসারে রয়েছে একটি সন্তানও।
বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২১/এ