বিজনেস আওয়ার প্রতিবেদক : মারাকানায় গত জুলাইয়ে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা ফাইনাল হেরে অপরাজিত থাকার মর্যাদা হারানো ব্রাজিল এবার জয়ে ফিরল। বাংলাদেশ সময় শুক্রবার তারা চিলিকে ১-০ গোলে হারাল। তাতে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে ব্রাজিল।
বদলি মাঠে নামা এভারটন রিবেইরোর একমাত্র গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৬৪ মিনিটে বক্সে ঢুকে নেইমারের বাঁ পায়ে নেওয়া শট চিলির গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এ নিয়ে বাছাইয়ের সাত ম্যাচের সবগুলো জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তারা আগের ম্যাচে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। সেরা চার দল সরাসরি কাতারের টিকিট পাবে। আর পঞ্চম দল খেলবে আন্তঃঅঞ্চলীয় প্লে অফ।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২১/কমা