ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে হামলা

  • পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • 97

বিজনেস আওয়ার প্রতিবেক : নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে একটি সুপারমার্কেটে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার নিউলিয়ান সুপারমার্কেটে এক ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসি ও রয়টার্সের।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের ওপরও হামলা চালায়। এর এক মিনিটের মধ্যে সে নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। সে জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিল। জেসিন্ডা এ হামলার ঘটনার নিন্দা জানান।

ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে হামলা

পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেক : নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে একটি সুপারমার্কেটে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার নিউলিয়ান সুপারমার্কেটে এক ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসি ও রয়টার্সের।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের ওপরও হামলা চালায়। এর এক মিনিটের মধ্যে সে নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। সে জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিল। জেসিন্ডা এ হামলার ঘটনার নিন্দা জানান।

ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: