স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে ২-০’তে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে। রোববার জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগাররা। সেই ম্যাচে সাফল্যের এক নতুন মাইলফলক স্পর্শের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার হাতছানি রিয়াদের সামনে। রোববার রিয়াদ হবেন টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলা বিশ্বের অষ্টম ক্রিকেটার। প্রায় ১৪ বছর আগে এই সেপ্টেম্বরেই (১ সেপ্টেম্বর ২০০৭) কেনিয়ার রাজধানী নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেক রিয়াদের।
এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৯ টি-টোয়েন্টিতে ৯১ বার ব্যাটিংয়ে নেমে করেছেন ১৭০২ রান, সর্বোচ্চ ৬৪, গড় ২৩.৯৭ ও স্ট্রাইকরেট ১২০.১৯, ফিফটি ৫টি। বোলিংটাও মন্দ না। উইকেট ৩২টি, সেরা বোলিং ৩/১৮, ওভার পিছু রান ৭.২৫। ঠিক এভাবেই নীরবে নিভৃতে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দলকে সামনে থেকেও নেতৃত্ব দিচ্ছেন।
বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ