ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এর আগে এক বছরে এতো ম্যাচ জেতেনি বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 59

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১, পরে গত মাসে ঘরের মাথে টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। আর চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে পরিষ্কার লিড নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৪ রানের ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। চলতি বছর এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। যা কি না বাংলাদেশ দলের এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।

গত মার্চে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে বছরটি শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর খেলা দশ ম্যাচের মধ্যে ৮টিতেই শেষ হাসি মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

এর আগে ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছিল টাইগাররা। এছাড়া ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জিতেছিল ৫টিতে। এবার চলতি বছর ১৩ ম্যাচ খেলেই আগের রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নিজেদের রেকর্ড বাড়িয়ে কোথায় নিতে পারবে টাইগাররা, সেটিই এখন দেখার।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এর আগে এক বছরে এতো ম্যাচ জেতেনি বাংলাদেশ

পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১, পরে গত মাসে ঘরের মাথে টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। আর চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে পরিষ্কার লিড নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৪ রানের ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। চলতি বছর এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। যা কি না বাংলাদেশ দলের এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।

গত মার্চে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে বছরটি শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর খেলা দশ ম্যাচের মধ্যে ৮টিতেই শেষ হাসি মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

এর আগে ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছিল টাইগাররা। এছাড়া ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জিতেছিল ৫টিতে। এবার চলতি বছর ১৩ ম্যাচ খেলেই আগের রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নিজেদের রেকর্ড বাড়িয়ে কোথায় নিতে পারবে টাইগাররা, সেটিই এখন দেখার।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: