বিনোদন ডেস্ক : দেশে বর্তমানে ওয়েব সিরিজের জয়জয়কার চলছে। নির্মাতারাও চমক দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আসতে চলেছে প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। রোববার (৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ছবিটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রি। এ ছবিটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।
এই ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী আসিফ নূর বলেন, এখন দর্শক যে ধরনের গল্প ও সংলাপ পছন্দ করেন তেমন একটি কাজ ‘মায়া : দ্য রিভেঞ্জ’। আমাকে এখানে একদমই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে থাকছে চমক। সেলিনার সঙ্গে কাজ করেও উপভোগ করেছি। আশা করছি আমাদের জুটির রসায়ন ভালো লাগবে দর্শকের।
নির্মাতা সুত্রে জানা গেছে, দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ক্রিয়েশনস। রোববার থেকে তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ছবিটি।
বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ