ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

  • পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 100

বিনোদন ডেস্ক : পাশাপাশি গায়ক হিসেবেও বেশ সুনাম রয়েছে দেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। তার গাওয়া বেশ কিছু গান শ্রোতানন্দিত হয়েছে। অডিও-মিউজিক ভিডিও কিংবা সিনেমা সবখানেই গেয়েছেন তিনি।

এবার কণ্ঠ দিলেন ওয়েব ফিল্মের গানে। এর নাম ‘মুর্শিদ’। ঢালিউডের সফল নির্মাতা বদিউল আলম খোকন নির্মাণ করছেন এই ওয়েব ফিল্ম। এর টাইটেল গানই গেয়েছেন ফজলুর রহমান বাবু। লিখেছেন কবি আমিরুল হাছান। সুর-সংগীত করেছেন মুরাদ নূর।

গানটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে কবি আমিরুল হাছান ও মুরাদ নূর।

মুরাদ নূর বলেন, গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। নিজেকে সমৃদ্ধ করা যায়। কবি আমিরুল হাছান চমৎকার কিছু কথা লিখেছেন। গানটি বাবু ভাইয়ের কণ্ঠে পূর্ণতা পেয়েছে বলে মনে করি আমি।’

কবি আমিরুল হাছান বলেন, খোকন ভাই, বাবু ভাইয়ের সাথে সৃষ্টিশীল কাজ করা ভীষণ গর্বের। বন্ধু মুরাদ নূর অসাধারণ সুর করেছে। আশা করছি সবার ভালো লাগবে।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : পাশাপাশি গায়ক হিসেবেও বেশ সুনাম রয়েছে দেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। তার গাওয়া বেশ কিছু গান শ্রোতানন্দিত হয়েছে। অডিও-মিউজিক ভিডিও কিংবা সিনেমা সবখানেই গেয়েছেন তিনি।

এবার কণ্ঠ দিলেন ওয়েব ফিল্মের গানে। এর নাম ‘মুর্শিদ’। ঢালিউডের সফল নির্মাতা বদিউল আলম খোকন নির্মাণ করছেন এই ওয়েব ফিল্ম। এর টাইটেল গানই গেয়েছেন ফজলুর রহমান বাবু। লিখেছেন কবি আমিরুল হাছান। সুর-সংগীত করেছেন মুরাদ নূর।

গানটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে কবি আমিরুল হাছান ও মুরাদ নূর।

মুরাদ নূর বলেন, গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। নিজেকে সমৃদ্ধ করা যায়। কবি আমিরুল হাছান চমৎকার কিছু কথা লিখেছেন। গানটি বাবু ভাইয়ের কণ্ঠে পূর্ণতা পেয়েছে বলে মনে করি আমি।’

কবি আমিরুল হাছান বলেন, খোকন ভাই, বাবু ভাইয়ের সাথে সৃষ্টিশীল কাজ করা ভীষণ গর্বের। বন্ধু মুরাদ নূর অসাধারণ সুর করেছে। আশা করছি সবার ভালো লাগবে।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: