বিনোদন ডেস্ক : বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়ে মুগ্ধতা ছড়িয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই জনপ্রিয় অভিনেতাকে বেশ আগ্রহী দেখা গেল ওটিটি প্লাটফর্মগুলোর কাজ নিয়ে। সম্প্রতি শিহাব শাহীনের ‘মরীচিকা’ ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা পেয়েছেন। নেতিবাচক চরিত্রে তার অভিনয় দর্শক উপভোগ করেছেন মন খুলে।
নিশো বলেন, অভিনয় তো আমার পেশা। তবে কিছু বিষয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। দেখা যায় কোনো একটা ইভেন্ট আসলে আমরা একসাথে অনেক কাজ করে ফেলি। তাড়াহুড়ো করতে গিয়ে এই কোভিড সিচুয়েশনে অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সচেতনতার কথাও ভুলে যাই। একটু সময় নিয়ে নির্মাণ হয় এমন কাজে মন দেবো। মানের সঙ্গে কোনো আপোষ করতে চাই না।
ওয়েব সিরিজে নিয়মিত হতে চান কি না এমন প্রশ্নের জবাবে নিশো বলেন, আমাদের এখানে নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, ওয়েব অরিজিনাল বিভিন্ন নাম দেয়া হয়েছে। সবই ফিল্ম। কোনোটা বড় সময়ের, কোনোটা ছোট। আমি ভালো ও চ্যালেঞ্জিং কাজগুলোতে যুক্ত থাকতে চাই। যা দর্শককে উপভোগের আনন্দ দেবে।
তিনি বলেন, ওয়েব সিরিজের ট্রেন্ড এখন। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে মনযোগ দিতে দোষ কোথায়। ‘মরীচিকা’ র পর শিহাব শাহিন ভাইয়ের আরও একটা ওয়েব সিরিজে কাজ নিয়ে এরইমধ্যে কথা চলছে। আরও কয়েকটা ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা হচ্ছে।
নাটকের ভিউ প্রসঙ্গে নিশো বলেন, আমি ভিউ নিয়ে চিন্তা করি না। চিন্তা করি কাজের মানটা ভালো হলো কি না। কাজ ভালো হলে দর্শক সেটা ভালোভাবে গ্রহণ করে। তখন ভিউ তো এমনিতেই আসবে।
বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ