ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর বেঁচে নেই

  • পোস্ট হয়েছে : ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক : ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলো ও দ্যা ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

জানা গেছে, লতিফুর রহমান ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। দেশের বিশিষ্ট এই শিল্পপতি দুই বছর ধরেই অসুস্থ ছিলেন। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

লতিফুর রহমান আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজের মালিক ছিলেন। এছাড়া তিনি ওষুধ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, চা শিল্প, নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ বিমাসহ একাধিক কোম্পানির প্রধান ছিলেন।

তিনি ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক। প্যারিসভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও এনজিও ব্র্যাকের পরিচালক। কয়েক মেয়াদে এমসিসিআইয়ের সভাপতি ছিলেন। ২০১২ সালে মর্যদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন লতিফুর রহমান।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর বেঁচে নেই

পোস্ট হয়েছে : ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলো ও দ্যা ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

জানা গেছে, লতিফুর রহমান ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। দেশের বিশিষ্ট এই শিল্পপতি দুই বছর ধরেই অসুস্থ ছিলেন। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

লতিফুর রহমান আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজের মালিক ছিলেন। এছাড়া তিনি ওষুধ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, চা শিল্প, নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ বিমাসহ একাধিক কোম্পানির প্রধান ছিলেন।

তিনি ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক। প্যারিসভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও এনজিও ব্র্যাকের পরিচালক। কয়েক মেয়াদে এমসিসিআইয়ের সভাপতি ছিলেন। ২০১২ সালে মর্যদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন লতিফুর রহমান।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: