বিজনেস আওয়ার প্রতিবেদক : স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেলেন। আজ ভোরে ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্পিকার।
রবিবার (০৫ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিয়েনায় স্পিকার্স অব পার্লামেন্টসের পঞ্চম কনফারেন্স, উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ত্রয়োদশ সম্মেলন এবং কাউন্টার টেররিজম সংক্রান্ত প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন স্পিকার।
আইপিইউর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্পিকারের নেতৃত্বে সম্মেলনে আরো যোগ দেয়ার জন্য সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকারও ঢাকা ছেড়েছেন।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২১/আই