ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিম মানতাশার ‘আলাদিনের ফ্ল্যাট’ আসছে ঈদে

  • পোস্ট হয়েছে : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • 131

বিনোদন ডেস্ক : সবমময় নির্বাচিত গল্পে অভিনয় করেন লাক্স তারকা মিম মানতাশা। এবারও অভিনয় করছেন বাছাই করা একটি গল্পে। নাটকের নাম ‘আলাদিনের ফ্ল্যাট’। সমকালীন ঘটনা নিয়ে নাটকটির কাহিনি লিখেছেন আবীর ফেরদৌস। পরিচালনা করছেন সহীদ উন নবী।

নাটকটিতে মিমের পাশাপাশি আরও অভিনয় দেখা যাবে অ্যালেন শুভ্র, তারেক স্বপনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে। করোনাকালে গুলশানের একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে এটি নির্মিত হচ্ছে।

এ প্রসঙ্গে মিম মানতাশা বলেন, সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা দর্শক এ নাটকে দেখতে পাবেন। আমার ধারণা, বিনোদনের পাশাপাশি এ নাটকের গল্প দর্শককে কিছুটা হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবিয়ে তুলবে।

নির্মাতা নবী বলেন, করোনাভাইরাস আমাদের কারও কাছে আতঙ্কের, আবার কারও জন্য বেঁচে থাকার লড়াই। কিছু মজার বিষয়ের মাধ্যমে আমরা করোনাকালে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই এতে তুলে ধরছি। এ নাটকটি আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিম মানতাশার ‘আলাদিনের ফ্ল্যাট’ আসছে ঈদে

পোস্ট হয়েছে : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : সবমময় নির্বাচিত গল্পে অভিনয় করেন লাক্স তারকা মিম মানতাশা। এবারও অভিনয় করছেন বাছাই করা একটি গল্পে। নাটকের নাম ‘আলাদিনের ফ্ল্যাট’। সমকালীন ঘটনা নিয়ে নাটকটির কাহিনি লিখেছেন আবীর ফেরদৌস। পরিচালনা করছেন সহীদ উন নবী।

নাটকটিতে মিমের পাশাপাশি আরও অভিনয় দেখা যাবে অ্যালেন শুভ্র, তারেক স্বপনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে। করোনাকালে গুলশানের একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে এটি নির্মিত হচ্ছে।

এ প্রসঙ্গে মিম মানতাশা বলেন, সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা দর্শক এ নাটকে দেখতে পাবেন। আমার ধারণা, বিনোদনের পাশাপাশি এ নাটকের গল্প দর্শককে কিছুটা হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবিয়ে তুলবে।

নির্মাতা নবী বলেন, করোনাভাইরাস আমাদের কারও কাছে আতঙ্কের, আবার কারও জন্য বেঁচে থাকার লড়াই। কিছু মজার বিষয়ের মাধ্যমে আমরা করোনাকালে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই এতে তুলে ধরছি। এ নাটকটি আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: