বিনোদন ডেস্ক : বর্তমানে সুদূর ভেনিসে অবস্থান করছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর সেখানেই বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। স্থানীয় রেস্তরাঁর এক ‘ওয়েটার’ শ্রীলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন! তাঁর রূপে মুগ্ধ শ্রীলেখাও। ওই যুবকের সঙ্গে আলাপ করে শ্রীলেখা জানতে পারেন, রেস্তোরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন তিনি।
সেই যুবকের সৌন্দর্যে কি মন গলল শ্রীলেখার? তিনিও কি এই প্রস্তাবে রাজি? ভেনিস থেকে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, মাথা খারাপ? কুকুর আর নিজের মেয়েকে সামলানোর পর অত ছোট প্রেমিককে সামলাতে পারব না আমি! ও আমার মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য!
জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে দেশটিতে গিয়েছেন শ্রীলেখা। উৎসবে প্রদর্শন হবে তার অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ সিনেমাটি। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেখানে প্রদর্শিত হবে। ওই দিন রেড কার্পেটে হাঁটবেন শ্রীলেখা।
নিজে বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করতে রাজি না হলেও তার পুরুষ অনুরাগীদের বয়সে বড় নারীর সঙ্গে প্রেম করার পরামর্শ দেন শ্রীলেখা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যায় তাকে। ভক্ত-অনুরাগীদের সব কথা শোনেন এবং তার উত্তর দিয়ে থাকেন তিনি। বলা চলে, শ্রীলেখা মিত্র একেবারে বন্ধু হয়ে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২১/এ