বিনোদন ডেস্ক : দেশের ক্রিকেট নিয়ে ব্যস্ততা অনেক অনেক বেশি। এছাড়া শারীরিক অসুস্থতা এবং রাজনীতিতে প্রবেশের গুঞ্জনও রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ঘিরে। সব মিলিয়ে গুঞ্জন ছিল ‘দাদাগিরি’ সিজন ৯ এর সঞ্চালনায় তাকে নাও দেখা যেতে পারে।
তবে সবার ধারণাকে পাল্টে দিয়ে আবারও এই শো’য়ের সেটে ফিরেছেন দাদা।সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘দাদাগিরি’র সেটে তোলা একটি ছবি শেয়ার করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, ‘শুরু হচ্ছে নতুন সিজন।’ সৌরভের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দর্শক ও তার ভক্তরা।
এক অনুরাগীর ছবিতে আন্তরিক পরামর্শ দিয়ে কমেন্ট করেছেন, ‘দাদা, আপনাকে রিমলেস চশমাতেই বেশি সুপুরুষ লাগে।’
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে জি বাংলায় প্রচার হচ্ছে ‘দাদাগিরি’। ধীরে ধীরে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। দর্শকদের সরাসরি অংশগ্রহণে এর প্রতিটি পর্ব সাজানো হয়। ‘দাদাগিরি’-র সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/এ