বিনোদন ডেস্ক : ২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী নোলক বাবু। অন্যদিকে ২০০৬ সালের একই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মৌসুমী আক্তার সালমা। দীর্ঘ ১৩ বছর পর আবারও একসঙ্গে গান গাইলেন তারা।
‘ও দুলাভাই’ শিরোনামে গানটির কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সংগীতায়োজনে রোহান রাজ। গত ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়। ১৫ সেপ্টেম্বর ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
গানটি নিয়ে সালমা বলেন, সর্বশেষ ২০০৮ সালে নোলক ভাইয়ের সঙ্গে ‘মাটির তারা’ নামের অ্যালবামে গান করেছিলাম। ১৩ বছর পর আবারও একসঙ্গে গান করতে পেরে খুব ভালো লাগছে। এই গানে আমার দুলাভাই রূপে গেয়েছেন নোলক বাবু। এত বছর পর একসঙ্গে গান গাইতে পেরে ভালো লাগছে।
নোলক বাবু বলেন, ১৩ বছর পর আবার আমরা একসঙ্গে গান করলাম। যেখানে আমার শ্যালিকা রূপে গেয়েছেন সালমা। মজার একটি গান। খুব ভালো লাগছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/এ