স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট বাতিলের হুমকিও দিয়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার এক সাক্ষাৎকারে দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন জানালেন, দেশের অর্ধেক জনসংখ্যার অধিকার কেড়ে নেওয়া দলের বিপক্ষে বিশ্বকাপেও খেলা উচিত নয় কোনো দলেরই।
পেইন বলেন, আমার মনে হয় না, আমরা এমন দেশের সঙ্গে একই কাতারে থাকতে চাই, যারা আক্ষরিক অর্থেই তাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের সুযোগ ও অধিকার কেড়ে নিয়েছে। এটা খুবই দুঃখজনক। এমন এক দল কী করে আইসিসি অনুমোদিত একটা টুর্নামেন্টে খেলতে পারে, বিষয়টা দেখা খুব, খুবই কঠিন হতে যাচ্ছে।
বিশ্বকাপের একমাসের মতো বাকি আর, এখনো আইসিসি কিছু জানায়নি বলে হতবাক পেইন। তার কথা, আইসিসির কাছ থেকে এই বিষয়ে কোনো কিছু শুনিনি আমরা। বিষয়টা হতবাক করে দেওয়ার মতো, কারণ মাত্র এক মাসের দূরত্বে আছে একটা বিশ্বকাপ!
আইসিসি যদি সিদ্ধান্ত নাও জানায়, তবুও আফগানদের শিক্ষা দেওয়ার একটা উপায় বের করেছেন পেইন। বললেন, আমার মনে হয়, দলগুলো যদি তাদের বিপক্ষে খেলা থেকে নিজেদের সরিয়ে নেয় ও বিভিন্ন দেশের সরকার তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে, তাহলেই তাদের পক্ষে বিশ্বকাপে খেলা অসম্ভব।
উল্লেখ্য, আগের মেয়াদেও যখন তালেবানরা ক্ষমতায় ছিল, নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের খেলাধুলাও চলে গিয়েছিল হিমাগারে। সে নীতি থেকে এবারের ‘উদারনীতিবাদি’ আফগান সরকার সরে এসেছে। খেলার সুযোগ দিচ্ছে রশিদ খানদের। তবে নারীদের নিয়ে মনোভাবের পরিবর্তন আসেনি তাদের মাঝে।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২১/এ