আন্তর্জাতিক ডেস্ক : অনেক দিন পর জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার সর্ব্বোচ্চ নেতা কিম জং উন। শরীরের মেদ ঝরিয়ে সেখানে নতুন চেহারায় হাজির হন। অন্তত ২০ কেজি ওজন কমিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ায় এটি প্রথম সামরিক কুচকাওয়াজ। ওই কুচকাওয়াজে বড় ধরনের কোনো নতুন অস্ত্র প্রদর্শন করা হয়নি।
নতুন চেহারার কিমের প্রতি অনেকের মনোযোগ ছিল। কেননা কয়েক মাসের ব্যবধানে তিনি অনেক ওজন কমিয়েছেন। ওই কুচকাওয়াজে অংশ নিয়ে কোনো কথা বলেননি উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। কেবল সভার মধ্যমণি হয়েছিলেন।
সূত্র বলছে, হৃদরোগের কারণে চিকিৎসকরা কিমকে জীবনযাত্রায় বড়সড় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। সে কারণেই কিম ওজন কমাতে শুরু করেন। তার হাতে যে সুইস ঘড়ি দেখা গিয়েছিল, সেটিও ওজন মাপার কাজে ব্যবহৃত হয়।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২১/এ