বিনোদন প্রতিবেদক : সম্প্রতি সিদ্দিকুর রহমান অভিনীত ‘পাগলা জামাই ’ শিরোনামের নতুন নাটক প্রকাশ পেয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়ার ( ) ইউটিউব চ্যানেলে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা রনবীর কুমার পাল।
আমিরুল ইসমান নয়নের প্রযোজনায় সিদ্দিকুর রহমান ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা সুইটি, হান্নান শেলী, সাজু মেহেদী, ফারহা ফেন্সি, ফারুক আল ফারাবি, সোহেলী, নীলয় খান সাগরসহ আরও অনেকেই।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রনবীর কুমার পাল বলেন, সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘পাগলা জামাই’ শিরোনামের নাটকটি প্রকাশ পেয়েছে। আশা করি দর্শক ভালো কিছু উপভোগ করবেন।
প্রযোজক আমিরুল ইসমান নয়ন বলেন, প্রশুরু থেকেই আমরা দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেয়ার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় ‘পাগলা জামাই’ নাটক প্রকাশ পেয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
প্রসঙ্গত, সৃষ্টি মাল্টিমিডিয়া এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় ‘চুলকানি সিদ্দিক’ নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২১/এ