স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে স্বপ্নীল প্রত্যাবর্তন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠে নেমেই জোড়া গোল করলেন। শেষমেশ দল জিতল ৪-১ ব্যবধানে।
তবে এমন এক প্রত্যাবর্তনের পরেও তিনি জানালেন, এমন ম্যাচের আগে নাকি দারুণ স্নায়ুচাপে ছিলেন তিনি! ম্যাচের যা পারফর্ম্যান্স, সেটাকে অবশ্য পর্তুগিজ এই কিংবদন্তি আখ্যা দিলেন ‘অবিশ্বাস্য’ বলেই।
ম্যাচের আগে যে স্নায়ুচাপে পড়ে গিয়েছিলেন, সে কথাটাকেই বরং অবিশ্বাস্য লাগতে পারে আপনার। ক্যারিয়ারে তো এর চেয়ে বড় অনেক মঞ্চেই খেলেছিলেন তিনি।
রোনালদো জানালেন, শুক্রবার রাত থেকেই চাপ অনুভব করতে থাকেন তিনি। খেলতে নামার আগে যখন দেখলেন ৭৬ হাজার মানুষের চিৎকারে মিশে আছে তারই নাম, তখন সেটা বেড়ে গেল পাল্লা দিয়ে।
রোনালদোর সরল স্বীকারোক্তি, সত্যি বলছি, খুব চাপে ছিলাম। যোগ্য হিসেবেই এই দলে খেলছি আমি, সেটা প্রমাণ করতে হবে আমাকে; এ ভাবনাটা মাথায় ঘুরছিল। সে চাপটা ছিল। মাঠে নামার পর থেকেই সমর্থকদের চিৎকার আরও চাপ বাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ভাবিনি দুটো গোল করে ফেলব। আমি ভাল খেলতে চেয়েছিলাম। চাপে থাকলেও কাউকে বুঝতে দিইনি। সমর্থকদের খুশি করতে পেরে গর্বিত।
রোনালদো আরও বলেন, গোটা বিশ্বের ফুটবলের থেকে ইংল্যান্ডের ফুটবল যে একেবারে আলাদা তা আমিও মানি। এখানে এসে যে সম্মান আমি পেয়েছি তাতে আমি অভিভূত।
বিজনেস আওয়ার/১২ সেপ্টেম্বর, ২০২১/এ