1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৬ লাখ ৪৪ হাজার
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৬ লাখ ৪৪ হাজার

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪৬ লাখ ৪৪ হাজার। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২২ কোটি ৫৪ লাখের বেশি আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থতা ছাড়িয়েছে ২০ কোটি ২০ লাখ। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ‌্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৪৬ লাখ ৪৪ হাজার ১৭০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৫৮৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ২০ লাখ ৫৭ হাজার ৯০১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৭ হাজার ৯৮৮ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৫৪২ জনের। মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৯০৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৯৩১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ