বিজনেস আওয়ার প্রতিবেদক : একই ফ্লাইটে আইপিএল খেলতে দুবাই যাওয়ার কথা ছিলো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। কিন্তু সাকিব দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়লেও ভিসা জটিলতায় আটকে গেছেন মোস্তাফিজ।
রবিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ে পথে যাত্রা শুরু হয় সাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়েছে মোস্তাফিজের যাত্রা। এ সমস্যা সমাধান হলে সোমবার দিনগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়তে পারেন কাটার মাস্টার।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।
সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত মার্চ-মে’তে হওয়া আইপিএলের প্রথম অংশে ছন্দহীন ছিলেন সাকিব। তিন ম্যাচে সুযোগ পেয়ে ২ উইকেট ও ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি।
তবে পুরোপুরি বিপরীত অবস্থায় ছিলেন মোস্তাফিজ। রাজস্থান রয়্যালসের হয়ে পুরো ৭টি ম্যাচ খেলে মিতব্যয়ী বোলিংয়ে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বৈচিত্রের জাদুতে নজর কেড়েছিলেন সবার।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২১/কমা