বিজনেস আওয়ার প্রতিবেদক : তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় তিন সপ্তাহ পর কাবুল বিমানবন্দরে সোমবার ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
খবরে বলা হয়, মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার কাবুলে অবতরণ করেছে। হয়তো ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন। মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন।
এর আগে পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: