স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হচ্ছে আজ। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে সময়ের দুই অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
গেল মৌসুমের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচেও দেখা হয়েছিল এই দুদলের। সেবার বার্সাকে লজ্জার হার উপহার দিয়েছিল জার্মান জায়ান্টরা। সেসময়ের মেসি বাহিনীকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ।
এবার বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। কেননা কিছুদিন আগেই বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
তার অনুপস্থিতিতে তরুণ দল নিয়ে আর যাই হোক চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন কোচ রোনাল্ড কোমান। ইউরোপসেরার দৌড়ে ফেভারিটের খাতায় দলের নাম ফেরাতে সময় লাগবে তার দলের!
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: