স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্তাস। মাচের প্রথমার্ধেই আসে সব কয়টি গোল আসে। তুরিনের বুড়িদের হয়ে গোল তিনটি করেন আলেক্স সান্দ্রো, পাওলো দিবালা ও আলভারো মোরাতা।
শুরুর দিকে বলের নিয়ন্ত্রণে অবশ্য এগিয়ে ছিল স্বাগতিকরাই। ম্যাচে ধীরে ধীরে ফিরে আসে জুভেন্তাস। ১০ম মিনিটে এসেছিল দারুণ একটি সুযোগ। মাঝমাঠ থেকে মোরাতার লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে পেয়েছিলেন দিবালা। কিন্তু এই আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের করা ভলিটি লক্ষ্যে রাখতে পারেননি।
ম্যাচের ২৩তম মিনিটে জুভেন্তাস পেয়ে যায় গোলের দেখা। ডান দিক থেকে রদ্রিগো বেন্তাকুরের ক্রসে এক সতীর্থ মাথা ছোঁয়াতে ব্যর্থ হলেও গোলমুখে থাকা সান্দ্রোর হেড মালমোর গোলরক্ষককে ফাঁকি দেয়।
৩২তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন আলভারো মোরাতা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে স্পেনের এই ফরোয়ার্ড বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্তাস। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন মোরাতা। বক্সে এক ডিফেন্ডার বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। দ্রুত চিপ শটে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জাড়ে জড়ান স্পেনের ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে শুরু করে জুভেন্তাস। ৬৯তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠিয়েছিলেন বদলি নামা মোইজে কিন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। একটু পর নিজের শট লক্ষ্যে রাখতে পারেননি দিবালাও।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ