ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বাণিজ্য মেলা হবে পূর্বাচলে

  • পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • 90

বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০২২ সালের ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে রফতানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। কিন্তু এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিল না। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

এ বছরই প্রথম সেখানে মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইপিবি। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন সংক্রমণ কমে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজনের অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

তিনি আরও বলেন, গত বছর আমরা করোনাভাইরাসের জন্য মেলা আয়োজন করতে পারিনি। এ বছরও আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারব কি পারব না, সেই অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়তন্ত্রণে রয়েছে। তাই আশা করছি, এ বছর বাণিজ্য মেলা হবে।

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগামী বাণিজ্য মেলা হবে পূর্বাচলে

পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০২২ সালের ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে রফতানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। কিন্তু এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিল না। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

এ বছরই প্রথম সেখানে মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইপিবি। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন সংক্রমণ কমে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজনের অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

তিনি আরও বলেন, গত বছর আমরা করোনাভাইরাসের জন্য মেলা আয়োজন করতে পারিনি। এ বছরও আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারব কি পারব না, সেই অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়তন্ত্রণে রয়েছে। তাই আশা করছি, এ বছর বাণিজ্য মেলা হবে।

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: