বিনোদন ডেস্ক : সেপ্টেম্বরের শেষদিকেই পর্দায় আসছে দাদাগিরি সিজন ৯। অর্থাত্ পুজোর আগেই দর্শকদের উত্সবের উপহার দিতে চলেছে জি বাংলা। সে উপলক্ষে ইনডোর সেটে শুরু হয়েছে দাদাগিরি সিজন ৯-এর শুটিং। সেট থেকেই একাধিক ছবি পোস্ট করেছেন সৌরভ গাঙ্গুলি।
দাদাগিরির নতুন প্রোমোতে সৌরভকে বলতে শোনা যায়, ‘হাত বাড়ালেই বন্ধু’। জনপ্রিয় নন-ফিকশন এই শোতে এবার বন্ধুর খোঁজ দেবেন দাদা! উঠে আসবে বন্ধুত্বের নানা কাহিনি। তারকাদের পাশাপাশি এবারের সিজনেও সাধারণদের অংশগ্রহণও থাকবে। থাকবে সেই সব মানুষদের জীবনের গল্প, যারা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ।
দেখতে দেখতে ৯ বছরে পড়লেও, হাজার ব্যস্ততার মধ্যেও ‘দাদগিরি’ সঞ্চালনা করে যান সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ঘিরে বিতর্ক, সবকিছুর মধ্যেই এই জনপ্রিয় শো দাদার কাছে অক্সিজেনের মতো।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ