বিজনেস আওয়ার প্রতিবেদক : দুদিনের ব্যবধানে কেজি প্রতি ৫-১০ টাকা বেড়েছে ডাল, শসা ও মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় আমদানি কম থাকায় বাড়ছে ডাল, মুরগি এবং শসার দাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমরা বাজার থেকে বেশি দামে কিনে আনছি, তাই বিক্রিও করছি বেশি দামে।
রাজধানীর বিভিন্ন বাজার সুত্রে জানা গেছে, চালের মধ্যে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ভালো মানের মোটা চাল ৫২, নাজিরশাইল ৬৬ থেকে ৬৮, বাংলামতি ৭৩ থেকে ৭৫, পাইজাম আতপ ৬৩ থেকে ৬৫, মিনিকেট চিকন ৬৬ থেকে ৬৮, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গতকাল বুধবার হাইব্রিড শসা বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা কেজিতে। আজ বৃহস্পতিবার ৫-১০ টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজিতে। এছাড়া মূলত আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য সবজি।
মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা কেজিতে। দুদিন আগেও এ ডাল বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা কেজিতে। আর চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে।
ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ৫ টাকা। তিনদিন আগেও ১৪৫ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা পিস, আর মোরগ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মুরগির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। হালিপ্রতি লেয়ার মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। আর হাঁস কিংবা দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা হালিতে। তবে ডজন বিক্রি হচ্ছে ১৬৫-১৭৫ টাকায়।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২১/এ