বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার কার্যালয়ে উদীয়মান কণ্ঠশিল্পী ইসরাত জাহান তিশার জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃষ্টি মাল্টিমিডিয়ার কর্নধর আমিরুল ইসলাম নয়নসহ সৃষ্টি মাল্টিমিডিয়ার সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
নিজের জন্মদিনে তিশা বলেন, সৃষ্টি মাল্টিমিডিয়ার আমিরুল ইসলাম নয়ন ভাইয়ার প্রতি বিষেষ কৃতজ্ঞতা। উনি সুযোগ দিয়েছেন বলেই আমি বেশ কয়েকটি সাড়া জাগানো গান করতে পেরেছি। তাছাড়া সৃষ্টি টিমের সবাইকে অনেক ধন্যবাদ।
তিশা আরও বলেন, দর্শক শ্রোতাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। যারা আমার গানকে ভালোবেসেছেন তারা আমাকে আরও বেশি ভালোবাসবেন যেন আমি ভবিষ্যতে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি। সবার প্রতি অনেক ভালোবাসা রইলো। নিজের জন্য দোয়া চাইছি সবার কাছে। সবাই ভালো থাকবেন আর আমার গান শুনবেন।
প্রসঙ্গত, কণ্ঠশিল্পী তিশা প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার ভাইরাল গান বোকাপাখি কাভার করে আলোচনায় আসেন। এরপর একই প্রতিষ্ঠান থেকে ‘যারে পাখি উইড়া যা’, ‘ভালোবেসে তোকে আমি’, ‘তোর আপন ঠিকানা’ ও ‘আমার পাখি আমার নাই’ গানে কন্ঠ দিয়ে আলোচনায় আসেন।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২১/এ