ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল রাতে মোনালিসা-নিশো-সাজুর ‘‌‌কী জানি কী হয়’!

  • পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • 51

বিনোদন ডেস্ক : জামান সাহেব একদিন উবারে চড়েন। হঠাৎ তিনি দেখেন পাশে একটি ব্যাগ। ড্রাইভারের অগোচরে ব্যাগ খুলতেই তার চোখে পড়ে অসংখ্য স্বর্ণের বার। তিনি বাড়ির সামনে এসে ওই ব্যাগ নিয়ে নেমে যান। এরপর ঘরে গিয়ে ব্যাগ লুকিয়ে রাখেন। হঠাৎ কলিংবেল বাজে। দরজা খুলতেই তিনি দেখেন পুলিশ।

পুলিশ দেখে চুপসে যায় জামান সাহেব ও তার স্ত্রী জেরিন। পুলিশ জানায়, গতকাল জামান সাহেব যে উবারে এসেছিলেন, সেই গাড়ির ড্রাইভার খুন হয়েছে। তারা এ ঘটনা তদন্ত করছে। পরে আবারও আসবে। জামান সাহেব ও জেরিন সিদ্ধান্ত নেয় স্বর্ণগুলো বিক্রি করবে ধাপে ধাপে।

জামান সাহেব কিছু কিছু করে স্বর্ণ নিয়ে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। সবখানেই তাকে একটি লোক দেখতে পায়। সে জামান সাহেবের পিছু নিয়ে তার বাড়ি চিনে রাখে। একদিন সে বাড়িতে যায়…। এভাবেই এগিয়ে যেতে থাকে টেলিফিল্ম ‘কী জানি কী হয়’এর গল্পে।

টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, মোনালিসা, সাজু খাদেম প্রমুখ। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে টেলিফিল্মটি।

বিজনেস আওয়ার/০২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাল রাতে মোনালিসা-নিশো-সাজুর ‘‌‌কী জানি কী হয়’!

পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : জামান সাহেব একদিন উবারে চড়েন। হঠাৎ তিনি দেখেন পাশে একটি ব্যাগ। ড্রাইভারের অগোচরে ব্যাগ খুলতেই তার চোখে পড়ে অসংখ্য স্বর্ণের বার। তিনি বাড়ির সামনে এসে ওই ব্যাগ নিয়ে নেমে যান। এরপর ঘরে গিয়ে ব্যাগ লুকিয়ে রাখেন। হঠাৎ কলিংবেল বাজে। দরজা খুলতেই তিনি দেখেন পুলিশ।

পুলিশ দেখে চুপসে যায় জামান সাহেব ও তার স্ত্রী জেরিন। পুলিশ জানায়, গতকাল জামান সাহেব যে উবারে এসেছিলেন, সেই গাড়ির ড্রাইভার খুন হয়েছে। তারা এ ঘটনা তদন্ত করছে। পরে আবারও আসবে। জামান সাহেব ও জেরিন সিদ্ধান্ত নেয় স্বর্ণগুলো বিক্রি করবে ধাপে ধাপে।

জামান সাহেব কিছু কিছু করে স্বর্ণ নিয়ে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। সবখানেই তাকে একটি লোক দেখতে পায়। সে জামান সাহেবের পিছু নিয়ে তার বাড়ি চিনে রাখে। একদিন সে বাড়িতে যায়…। এভাবেই এগিয়ে যেতে থাকে টেলিফিল্ম ‘কী জানি কী হয়’এর গল্পে।

টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, মোনালিসা, সাজু খাদেম প্রমুখ। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে টেলিফিল্মটি।

বিজনেস আওয়ার/০২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: