বিনোদন ডেস্ক : ছোট পর্দায় খুব একটা বেশি দেখা যায় না ঢাকাই সিনেমার নায়িকা ববিকে। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে তাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। তবে পছন্দসই হওয়ায় নতুন একটি প্রোমোশনাল চিত্রে কাজ করেছেন এ নায়িকা।
এ প্রসঙ্গে ববি বলেন, এটি একটি বিউটি সোপের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে গ্ল্যামারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। প্রচারের পর দর্শকরা বুঝতে পারবেন।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলেন ববি। এই বিজ্ঞাপনের মাধ্যমেই বড় পরিসরের কাজে ফিরেছেন তিনি। তবে সিনেমা নিয়ে ফেরার জন্য আরও সময় নিতে চান এ নায়িকা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে তবেই তিনি সিনেমার শুটিং শুরু করবেন।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২১/এ