ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানের নারীবিষয়ক মন্ত্রণালয়ে ঢুকতে পারছে না নারীরাই

  • পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : তালেবান সরকার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই মন্ত্রণালয়ের এক কর্মী রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিককে এ তথ্য জানান।

ওই কর্মী বলেন, চার নারীকে মন্ত্রণালয়ের ভবনে ঢুকতে দেওয়া হয়নি।

এরপর ওই চার নারী মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রায় ২০ বছর পর ফের ক্ষমতায় বসে গোষ্ঠীটি।

এরপর ৬ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করে। অর্থাৎ পুরো আফগানিস্তান চলে যায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।

পরদিনই মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। যিনি এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকেই তার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আফগানের নারীবিষয়ক মন্ত্রণালয়ে ঢুকতে পারছে না নারীরাই

পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : তালেবান সরকার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই মন্ত্রণালয়ের এক কর্মী রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিককে এ তথ্য জানান।

ওই কর্মী বলেন, চার নারীকে মন্ত্রণালয়ের ভবনে ঢুকতে দেওয়া হয়নি।

এরপর ওই চার নারী মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রায় ২০ বছর পর ফের ক্ষমতায় বসে গোষ্ঠীটি।

এরপর ৬ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করে। অর্থাৎ পুরো আফগানিস্তান চলে যায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।

পরদিনই মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। যিনি এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকেই তার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: