ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ৪১৯ পোশাক কারখানা বন্ধ

  • পোস্ট হয়েছে : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
  • 220

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে ক্রয়াদেশ বাতিলসহ নানা কারণে সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী ৩৪৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ৩৪৮টি কারখানা বিজিএমইএ ও ৭১টি বিকেএমইএর সদস্য। কারখানাগুলো গত দুই মাসে বন্ধ হয়েছে। তবে সবই স্থায়ীভাবে বন্ধ হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বন্ধ হওয়া বিজিএমইএর সদস্য ৩৪৮টি কারখানার মধ্যে ২৬৮টি ক্রয়াদেশ বাতিল হওয়ায় বসে গেছে। বাকি ৮০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ। বন্ধ হওয়া কারখানার মধ্যে ঢাকা মহানগরীতে ৪০টি, আশুলিয়া-সাভারে ৭৯টি, গাজীপুরে ৯২টি, নারায়ণগঞ্জে ৭০টি ও চট্টগ্রামে ৬৭টি রয়েছে।

প্রায় সাড়ে তিন শ কারখানা বন্ধ হওয়ায় বিজিএমইএর সচল কারখানার সংখ্যা ২ হাজার ২৭৪ থেকে কমে ১ হাজার ৯২৬টিতে দাঁড়িয়েছে। তাদের মোট সদস্য কারখানার সংখ্যা ৪ হাজার ৬২১টি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর গণমাধ্যম-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম গতকাল বুধবার কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার কারণেই অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। তবে ২০১৮ সালে মজুরি বৃদ্ধির পর থেকে অনেক কারখানা টিকে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে। তারপরও কারখানাগুলো কেন বন্ধ হলো, তা ঈদের পর অনুসন্ধান করে দেখা হবে।’

কারখানা বন্ধ হওয়ায় কত শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি খান মনিরুল আলম।করোনাভাইরাস চীনের বাইরে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে যাওয়ার পর গত মার্চে একের পর এক পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার তথ্য আসতে থাকে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, দেশের ১ হাজার ১৫০ কারখানার ৩১৮ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এতে প্রায় ২২ লাখ পোশাকশ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন।

বিজনেস আওয়ার/ ২১ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় ৪১৯ পোশাক কারখানা বন্ধ

পোস্ট হয়েছে : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে ক্রয়াদেশ বাতিলসহ নানা কারণে সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী ৩৪৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ৩৪৮টি কারখানা বিজিএমইএ ও ৭১টি বিকেএমইএর সদস্য। কারখানাগুলো গত দুই মাসে বন্ধ হয়েছে। তবে সবই স্থায়ীভাবে বন্ধ হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বন্ধ হওয়া বিজিএমইএর সদস্য ৩৪৮টি কারখানার মধ্যে ২৬৮টি ক্রয়াদেশ বাতিল হওয়ায় বসে গেছে। বাকি ৮০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ। বন্ধ হওয়া কারখানার মধ্যে ঢাকা মহানগরীতে ৪০টি, আশুলিয়া-সাভারে ৭৯টি, গাজীপুরে ৯২টি, নারায়ণগঞ্জে ৭০টি ও চট্টগ্রামে ৬৭টি রয়েছে।

প্রায় সাড়ে তিন শ কারখানা বন্ধ হওয়ায় বিজিএমইএর সচল কারখানার সংখ্যা ২ হাজার ২৭৪ থেকে কমে ১ হাজার ৯২৬টিতে দাঁড়িয়েছে। তাদের মোট সদস্য কারখানার সংখ্যা ৪ হাজার ৬২১টি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর গণমাধ্যম-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম গতকাল বুধবার কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার কারণেই অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। তবে ২০১৮ সালে মজুরি বৃদ্ধির পর থেকে অনেক কারখানা টিকে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে। তারপরও কারখানাগুলো কেন বন্ধ হলো, তা ঈদের পর অনুসন্ধান করে দেখা হবে।’

কারখানা বন্ধ হওয়ায় কত শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি খান মনিরুল আলম।করোনাভাইরাস চীনের বাইরে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে যাওয়ার পর গত মার্চে একের পর এক পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার তথ্য আসতে থাকে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, দেশের ১ হাজার ১৫০ কারখানার ৩১৮ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এতে প্রায় ২২ লাখ পোশাকশ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন।

বিজনেস আওয়ার/ ২১ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: