স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টে সোহানকে দেখা যেতে পারে উইকেটের পেছনে। যদিও মুশফিককেই দেশের সেরা কিপার মনে করেন সোহান। জাতীয় দলের এই অগ্রজের সঙ্গে কোনোরকম তুলনা পছন্দ নয় তার। বরং তিনি স্বপ্ন দেখেন মুশফিকের মতো কিপার-ব্যাটসম্যান হতে।
সোহান বলেন, মুশফিক ভাই শুধু বাংলাদেশই না বিশ্বের অন্যতম সেরা একজন কিপার-ব্যাটসম্যান। ১৬ বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভ করছেন। আমি তো জাতীয় দলে এক বছরও ধারাবাহিক খেলিনি। আমার চেষ্টা থাকবে মুশফিক ভাইয়ের মতো যেন হতে পারি। তাই বলব, মুশফিক ভাইয়ের মধ্যে তুলনা করা বোকামি।
জাতীয় দলে ফেরার জন্য নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে? জবাবে সোহান বলেন, কষ্ট তো করতে হয়ই। যে দু-তিন বছর জাতীয় দলের বাইরে ছিলাম ওই সময় একটা একটা প্রশ্ন মাথায় ঘুরত, আমি শতভাগ পরিশ্রম করছি কিনা। এই উপলব্ধির পর থেকে প্রসেস, কঠোর পরিশ্রম ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।
স্কিল নিয়ে সোহান বলেন, স্কিল নিয়ে তো কাজ করতেই হয়। মূল পরিবর্তনটা এসেছে মানসিকতায়। আগে ভালো খেলা, খারাপ খেলা নিয়ে ভয়ে থাকতাম। বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়ায় নেতিবাচক চিন্তা বেশি হতো। এখন সেটা নেই। প্রসেস, পরিশ্রম ও সততার সঙ্গে ব্যাটিং, কিপিং ও ফিটনেস নিয়ে কাজ করেছি।
বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০২১/এ