বিনোদন ডেস্ক : ভারতের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বাপ্পি লাহিড়ী উপহার দিয়েছেন বহু নন্দিত গান। প্রচুর সুপারহিট সব ছবিতে তার করা সুর ও গাওয়া গান আজও টাটকা ছবিপ্রেমী দর্শকদের মনে। সেই বাপ্পি লাহিড়ীই নাকি কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন! জোর গুঞ্জন বি-টাউনে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী- গত ৫ মাস ধরে নাকি কথাও বলছেন না তিনি। গত এপ্রিলে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাবার অসুস্থতার খবর শুনে তড়িঘড়ি করে আমেরিকা থেকে ভারতে ছুটে আসেন ছেলে বাপ্পা লাহিড়ী।
অবশ্য বাপ্পি লাহিড়ীর কণ্ঠস্বর হারানোর খবরটিকে ভিত্তিহীন দাবি করে ছেলে বাপ্পা বলেন, ‘বাবা বর্তমানে খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। কিন্তু যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। চিকিৎসকই বাবাকে কণ্ঠের বিশ্রাম দিতে বলেছেন।
বাপ্পা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি গান করার কথা রয়েছে বাপ্পি লাহিড়ীর। তারা আশা করছেন, পূজার আগেই সুস্থ হয়ে যাবেন গায়ক।
উল্লেখ্য, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তিনি এক বছরে ৩৩টি সিনেমায় ১৮০টি গান করেছিলেন। সত্তরের দশক থেকে সিনেমার গান করছেন বাপ্পি লাহিড়ী। বাংলা ও হিন্দির পাশাপাশি তিনি তেলেগু, তামিল, কন্নড় সিনেমার গানও সৃষ্টি করেছেন।
বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০২১/এ