ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এনসিএলের তালিকা থেকে বাদ পড়লেন মাশরাফি!

  • পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • 38

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এরপর অনুশীলনও করেননি।

তবে সূত্রের খবর, আবার সবুজ গালিচায় ফিরতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরু থেকেই খেলতে চান। এজন্য দীর্ঘদিন পর ফিরবেন এনসিএলে। তবে খুলনার বিভাগের এই প্রতিনিধির নাম তালিকাতেই নেই।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মুর্তজা রশিদী দারা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসন্ন এনসিলের যে ৩০ জন খেলোয়াড়ের তালিকা পাঠানো হয়েছে, সেখানে নেই মাশরাফির নাম। তালিকার শুরুতে নাম থাকলেও শেষ মুহূর্তে এসে বাদ দেওয়া হয়েছে তাকে।

তিনি বলেন, মাশরাফি যে খেলবে এটা তো প্রকাশ করতে হবে। আমরা বুঝবো কিভাবে সে খেলবে! গতবারও আমরা তার নাম রেখেছিলাম ৩০ জনের তালিকায় শুরুতে। এবারও প্রথম আমি যে চিঠিটি স্বাক্ষর করি, সেখানে মাশরাফির নাম ছিল সবার আগে। পরে আমাদের কোচ বললেন, মাশরাফি লিস্ট-এ বা টি-টোয়েন্টি হলে খেলতে পারবে, কিন্তু চারদিনের ম্যাচ মনেহয় খেলতে পারবে না। এজন্য এক স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে।

এনসিএলে মাশরাফির খেলার বিষয়ে দারা বলেন, ‘মাশরাফির সঙ্গে আমার কোন কথা হয়নি‌। আমাদের ম্যানেজারের সঙ্গেও কোন কথা হয়নি। আমাদের যে কোচ আছেন তার সঙ্গেও কোন কথা হয়নি। আমি যতদূর জেনেছি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার মতো যতটুকু সময় লাগে সেটা সে পাবে না। এর জন্য ঠিকঠাক অনুশীলন করতে পারে না।

এবারের এনসিএল এর জন্য ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে সে দলে যোগ দেননি মাশরাফি। জানা গেছে, নিরবে-নিভৃতে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছে। তবে এর পাশাপাশি ম্যাচ ফিটনেসও গুরুত্বপূর্ণ। কারণ, ২০০৯ সালের পর দেশের হয়ে আর টেস্ট খেলেননি। সবশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২০১৮ সালে সাউথ জোনের হয়ে।

দারা বললেন, সে খুলনা বিভাগকে অনেক সাফল্য এনে দিয়েছে। এজন্য আমরা তার কাছে আমরা ঋণী। সে যদি আমাদেরকে কখনো জানায় সে খেলতে চায়, অবশ্যই আমরা তার প্রাপ্য সম্মানটুকু দিব।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এনসিএলের তালিকা থেকে বাদ পড়লেন মাশরাফি!

পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এরপর অনুশীলনও করেননি।

তবে সূত্রের খবর, আবার সবুজ গালিচায় ফিরতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরু থেকেই খেলতে চান। এজন্য দীর্ঘদিন পর ফিরবেন এনসিএলে। তবে খুলনার বিভাগের এই প্রতিনিধির নাম তালিকাতেই নেই।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মুর্তজা রশিদী দারা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসন্ন এনসিলের যে ৩০ জন খেলোয়াড়ের তালিকা পাঠানো হয়েছে, সেখানে নেই মাশরাফির নাম। তালিকার শুরুতে নাম থাকলেও শেষ মুহূর্তে এসে বাদ দেওয়া হয়েছে তাকে।

তিনি বলেন, মাশরাফি যে খেলবে এটা তো প্রকাশ করতে হবে। আমরা বুঝবো কিভাবে সে খেলবে! গতবারও আমরা তার নাম রেখেছিলাম ৩০ জনের তালিকায় শুরুতে। এবারও প্রথম আমি যে চিঠিটি স্বাক্ষর করি, সেখানে মাশরাফির নাম ছিল সবার আগে। পরে আমাদের কোচ বললেন, মাশরাফি লিস্ট-এ বা টি-টোয়েন্টি হলে খেলতে পারবে, কিন্তু চারদিনের ম্যাচ মনেহয় খেলতে পারবে না। এজন্য এক স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে।

এনসিএলে মাশরাফির খেলার বিষয়ে দারা বলেন, ‘মাশরাফির সঙ্গে আমার কোন কথা হয়নি‌। আমাদের ম্যানেজারের সঙ্গেও কোন কথা হয়নি। আমাদের যে কোচ আছেন তার সঙ্গেও কোন কথা হয়নি। আমি যতদূর জেনেছি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার মতো যতটুকু সময় লাগে সেটা সে পাবে না। এর জন্য ঠিকঠাক অনুশীলন করতে পারে না।

এবারের এনসিএল এর জন্য ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে সে দলে যোগ দেননি মাশরাফি। জানা গেছে, নিরবে-নিভৃতে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছে। তবে এর পাশাপাশি ম্যাচ ফিটনেসও গুরুত্বপূর্ণ। কারণ, ২০০৯ সালের পর দেশের হয়ে আর টেস্ট খেলেননি। সবশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২০১৮ সালে সাউথ জোনের হয়ে।

দারা বললেন, সে খুলনা বিভাগকে অনেক সাফল্য এনে দিয়েছে। এজন্য আমরা তার কাছে আমরা ঋণী। সে যদি আমাদেরকে কখনো জানায় সে খেলতে চায়, অবশ্যই আমরা তার প্রাপ্য সম্মানটুকু দিব।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: