স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরে গিয়ে শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। এরপর চলছিল তার চিকিৎসা আর পুনর্বাসন প্রক্রিয়া। তামিমের সম্পূর্ণ সুস্থ হতে ৮ থেকে ১০ সপ্তাহ বিশ্রাম দরকার ছিল। সেটি বেশ ভালোভাবে শেষ করেছেন টাইগারদের এই বাঁহাতি ড্যাশিং ওপেনার।
দীর্ঘদিন পর রোববার (১৯ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির তামিম। মাঠে প্রবেশ করে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে দেখা যায় তাকে। এ সময় মাঠের চারপাশে খেলেন দৃষ্টিনন্দন কিছু শটস। মাঠে ফিরেই পুরো ৪০ মিনিট অনুশীলন করে ড্রেসিংরুমের পথ ধরেন।
এদিকে তামিম অবশ্য মাঠে ফিরলেও সহসা জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারছেন না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালে একটি ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলার কথা তামিমের। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন।
বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ