1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
নেপাল যাওয়ার সময় দুই রোহিঙ্গা আটক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

নেপাল যাওয়ার সময় দুই রোহিঙ্গা আটক

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক (লালমনিরহাট) : লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক দুই রোহিঙ্গা হলেন, সেতুফা বেগম (১৮) ও আনাস (২২)। তারা সর্ম্পকে মামাত ও ফুফাত ভাই-বোন। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, আটক ওই দুই রোহিঙ্গা কক্সবাজার টেকনাফের মুন্সিপাড়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। আনাসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে ২ দিন আগে কক্সবাজার থেকে পাটগ্রামে আসেন। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন।

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। এরপর রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ