ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নতুন লুকে হাজির চঞ্চল

  • পোস্ট হয়েছে : ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • 71

বিনোদন ডেস্ক : ফেসবুকে ন্যাড়া মাথায় একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চোখে-মুখে বিরক্তির ছাপ। ছবিটি পোস্ট করে চঞ্চল লেখেন, বলি??? না থাক… বলব না।’ ছবির পাশাপাশি এই ক্যাপশনও তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেয়। সকলেই ওই লুক ও ক্যাপশনের রহস্য জানতে চান।

ঘটনা হচ্ছে, বর্তমানে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন চঞ্চল চৌধুরী। পরিচালনা করছেন শংখ দাশগুপ্ত। এই মুহূর্তে সিরিজটির শুটিং চলছে কুয়াকাটায়। ওই সিরিজে থাকা নিজের চরিত্রের প্রয়োজনেই এমন ন্যাড়া মাথায় হাজির হয়েছেন চঞ্চল। কারণ, চরিত্রের প্রয়োজনে বহুরূপী চঞ্চলের এমন চ্যালেঞ্জ নতুন নয়!

তবে ‘বলি’ সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ চঞ্চল। তিনি জানিয়েছেন, ওয়েব সিরিজ প্রসঙ্গে আগে থেকেই কিছু বলা বারণ আছে। এটি ‘হইচই’-এর একটি কাজ। সময় হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিক জানানো হবে। ‘বলি’র জন্য ন্যাড়া মাথার ছবিটি পোস্ট করেছি।

জানা যায়, ‘বলি’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন সোহানা সাবা, জিয়াউল হক পলাশ, সোহেল মন্ডল রানা, সাফা কবির ও মৌসুমী মৌসহ অনেকে। নির্মাতা কর্তপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চলবে দুই সপ্তাহ।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন লুকে হাজির চঞ্চল

পোস্ট হয়েছে : ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : ফেসবুকে ন্যাড়া মাথায় একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চোখে-মুখে বিরক্তির ছাপ। ছবিটি পোস্ট করে চঞ্চল লেখেন, বলি??? না থাক… বলব না।’ ছবির পাশাপাশি এই ক্যাপশনও তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেয়। সকলেই ওই লুক ও ক্যাপশনের রহস্য জানতে চান।

ঘটনা হচ্ছে, বর্তমানে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন চঞ্চল চৌধুরী। পরিচালনা করছেন শংখ দাশগুপ্ত। এই মুহূর্তে সিরিজটির শুটিং চলছে কুয়াকাটায়। ওই সিরিজে থাকা নিজের চরিত্রের প্রয়োজনেই এমন ন্যাড়া মাথায় হাজির হয়েছেন চঞ্চল। কারণ, চরিত্রের প্রয়োজনে বহুরূপী চঞ্চলের এমন চ্যালেঞ্জ নতুন নয়!

তবে ‘বলি’ সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ চঞ্চল। তিনি জানিয়েছেন, ওয়েব সিরিজ প্রসঙ্গে আগে থেকেই কিছু বলা বারণ আছে। এটি ‘হইচই’-এর একটি কাজ। সময় হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিক জানানো হবে। ‘বলি’র জন্য ন্যাড়া মাথার ছবিটি পোস্ট করেছি।

জানা যায়, ‘বলি’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন সোহানা সাবা, জিয়াউল হক পলাশ, সোহেল মন্ডল রানা, সাফা কবির ও মৌসুমী মৌসহ অনেকে। নির্মাতা কর্তপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চলবে দুই সপ্তাহ।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: