বিনোদন ডেস্ক : মাদক মামলায় কারাগারের থেকে মুক্তির পর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস কিংবা ছবিতে আলোচনার সৃষ্টি করছেন তিনি। সম্প্রতি পরী, তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বুঝিয়েছেন, মারতে রাজি, মরতে রাজি না।
অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু লাইন শেয়ার করেছেন। সেখানেই আছে এমন কথা। পরীমনি লেখেন, ‘টেন এর পরে আমি তো আর গুনতে পারি না/ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না/প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না/আমি প্রেম করতে রাজি/মারতে রাজি/মরতে রাজি না।’
লাইনগুলো মূলত সংগীতশিল্পী তাপসের। লাইনগুলো লিখে পরীমনি লিখেছেন, ‘কপিরাইট তাপস দ্য বস’ পোস্টটি সংগীতশিল্পী তাপসও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
এদিকে পরীমনি শিগগিরই লাইট-ক্যামেরার দুনিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গুনিন ওয়েব সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ১০ অক্টোবর থেকে শুটিং। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবরে বায়োপিক নামে একটি সিনেমার দৃশ্যধারণের কথা আছে। অভিনয় করবেন প্রীতিলতা নামের সিনেমাতেও।
বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর, ২০২১/এ