1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
টিকা নিয়ে বৈষম্যের স্বীকার দরিদ্র দেশগুলো
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

টিকা নিয়ে বৈষম্যের স্বীকার দরিদ্র দেশগুলো

  • পোস্ট হয়েছে : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব আজ করোনাভাইরাসের ভয়াল থাবায় নাজেহাল অবস্থা। প্রতিদিনই মারা যাচ্ছেন, হাজার হাজার মানুষ। এর পরেও মানুষের জীবনের চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিচ্ছে কোভিড-১৯ টিকা উৎপাদনকারী দেশগুলো। ফলে টিকা নিয়ে বৈষম্যের স্বীকার হচ্ছে দরিদ্র দেশগুলো।

বুধবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমনি অভিযোগ করেছে। খবর- এএফপির।

সংস্থাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আশা করেছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বের মোট জনসংখ্যার টিকার পূর্ণ ডোজ দেওয়ার একটি পরিংখ্যান রূপরেখা তুলে ধরবেন।

অ্যামনেস্টির প্রধান অ্যাগনেস ক্যালামার্ড বলেন, প্রেসিডেন্ট বাইডেনের মতো গুরুত্বপূর্ণ নেতাদের টিকা তৈরি ও তা হস্তান্তর করার জন্য খুবই প্রয়োজন। অন্যথায় মানুষ করোনায় মৃত্যু বন্ধ হবে না।

অ্যামনেস্টি তথ্য মতে জানা যায়, ধনী দেশগুলোর মধ্যে অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তবে টিকা সংকটে রয়েছে লাতিন আমেরিকাসহ এশিয়ার বিভিন্ন দেশ।

সংস্থাটির আরও জানায় , বর্তমানে সারাবিশ্বে মোট ৫৭৬ কোটি ডোজ টিকার উৎপাদন হয়েছে, এর মধ্যে শূন্য দশমিক ৩ শতাংশ গেছে নিম্ন আয়ের দেশগুলোতে। আর ৭৯ শতাংশই গেছে উচ্চ আয়ের দেশে।

বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ