বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের ম্যাচে লায়নের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে কষ্টে জিতেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মেটজের বিপক্ষেও অনেক কষ্টে জয় পেয়েছে মেসি-নেইমারদের দল।
খেলার একেবারে শেষ মুহূর্তের গোলে মেটজকে পিএসজি হারিয়েছে ২-১ গোলে। দুটি গোলই করেছেন আশরাফ হাকিমি। মেটজের হয়ে একটি গোল করেন বওবাকর কুইয়াতে।
আগের ম্যাচে কিছুটা চোট পাওয়ার কারণে এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। মেসিকে স্ক্যান করানোর জন্য বিশ্রাম দেওয়া হয় এই ম্যাচে। মেসিকে ছাড়া মেটজের মাঠে ম্যাচের ৫ মিনিটেই লিড নিয়েছিল পিএসজি। এ সময় হাকিমি তার প্রথম গোলটি করেন। তবে বিরতিতে যাওয়ার আগে (৩৯ মি.) ম্যাচে সমতা ফেরায় মেটজ। এ সময় লামিনে গুয়ের ক্রসে হেড নিয়ে বল জালে জড়ান বওবাকর।
বিরতির পর ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকে পিএসজি। কিন্তু গোল পাচ্ছিল না। ৯০ মিনিটে মেটজের দিলান ব্রোন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়। তাদের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+৫ মি.) আশরাফ হামিকি তার দ্বিতীয় গোল করে জয় উপহার দেন পিএসজিকে।
বিজনেস আওয়ার/২৩ সেপ্টেম্বর, ২০২১/কমা