স্পোর্টস ডেস্ক : আবারও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আসছে মাসে। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। তার আগে গতকাল শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করে সেলেসাওরা।
চলতি মাসে করোনাভাইরাসজনিত কারণে অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড, ও রাফিনিয়া খেলতে পারেননি ব্রাজিলের হয়ে। কারণ, তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুন, তা হলেই যে দেশে অপেক্ষা করবে দশ দিনের কোয়ারেন্টাইন!
সে অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই আটজনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল। দলের সমন্বয়ক পাওলিস্তা আশা প্রকাশ করলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে শিগগিরই। বললেন, ‘ফিফা, ইপিএল আর ইংলিশ সরকারের সঙ্গে আমাদের দারুণ আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান হবেই।’
আলোচনা অবশ্য আরেকটা বাকি ব্রাজিলের। নিজেদের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটাই যে বাতিল হয়ে গিয়েছিল তাদের হস্তক্ষেপে। তেমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হবে দুই পক্ষকে।
আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে ব্রাজিল। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল।
ব্রাজিল দল:
গোলরক্ষক:
অ্যালিসন, ওয়েভেরটন, এডারসন।
ডিফেন্ডার:
দানিলো, গিলেরমো আরানা, আলেক্স সান্দ্রো, এমারসন রয়াল, এডারর মিলিতাও, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার:
ক্যাসেমিরো, ফ্যাবিনিয়ো, ফ্রেড, এদেনিলসন, জেরসন, লুকাস পাকেতা, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড:
নেইমার, আন্তোনি, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, মাথেউস কুনিয়া, গাবি।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এ