ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা দলে নতুন দায়িত্বে জয়াবর্ধনে

  • পোস্ট হয়েছে : ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • 52

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করান শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার। এবার তাকে বিশ্বকাপ দলে কাজে লাগাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে লঙ্কানদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেই তিন ম্যাচে দলের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে।

শুধু জাতীয় দলই নয়, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে লঙ্কান যুবাদের পরামর্শক ও মেন্টর হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অধিনায়ক।

২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হিসেবে কাজ করছেন জয়াবর্ধনে। মুম্বাইয়ের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি। আগামী ১৫ অক্টোবর চলতি আইপিএল শেষ হওয়ার পর আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে শ্রীলঙ্কার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন তিনি।

এরপরে পাঁচ মাসের জন্য যোগ দেবেন অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। পরামর্শক ও মেন্টরশিপের এ দায়িত্বকে সম্মানসূচক পদ হিসেবে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কা দলে নতুন দায়িত্বে জয়াবর্ধনে

পোস্ট হয়েছে : ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করান শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার। এবার তাকে বিশ্বকাপ দলে কাজে লাগাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে লঙ্কানদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেই তিন ম্যাচে দলের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে।

শুধু জাতীয় দলই নয়, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে লঙ্কান যুবাদের পরামর্শক ও মেন্টর হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অধিনায়ক।

২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হিসেবে কাজ করছেন জয়াবর্ধনে। মুম্বাইয়ের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি। আগামী ১৫ অক্টোবর চলতি আইপিএল শেষ হওয়ার পর আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে শ্রীলঙ্কার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন তিনি।

এরপরে পাঁচ মাসের জন্য যোগ দেবেন অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। পরামর্শক ও মেন্টরশিপের এ দায়িত্বকে সম্মানসূচক পদ হিসেবে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: