ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইপিএল-এ সেরাটা দিতে চান তামিম

  • পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • 39

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাড়িয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে না খেললেও খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। প্রথমবারের মত খেলতে যাওয়া আসরটিতে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেট তারকা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাঁ-হাতি এই ওপেনার। সেখানে আজ থেকে শুরু হওয়া ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাতাবেন বাংলাদেশি এই তারকা। আর ঘরের কাছে নেপাল হলেও এই প্রথম সেখানে গেলেন তামিম, তাতেই উচ্ছ্বসিত তিনি।

ক্রিকেটিং নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, নেপালে আসা নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে তাদের বিপক্ষে একবার খেলার সৌভাগ্য হয়েছিল। ইপিএলে খেলার অপেক্ষায় আছি। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। আমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।

নেপালের ক্রিকেট ও কন্ডিশন সম্পর্কে কিছু না জানলেও তামিম নিজেকে ফিরে পেতে মিরপুরে শেষ কয়েকদিন টানা অনুশীলন করেছেন। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে না থাকা তামিম চোট কাটিয়ে ফিরলেও আশাবাদী নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে।

তামিম বলেন, ‘গত ২-৩ মাস ধরে চোটে ছিলাম। গত ২-৩ সপ্তাহ ধরে একটু ভালো বোধ করছি। বাংলাদেশে থাকতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন করেছি। আশা করছি ভালোভাবে শুরু করতে পারব। মাঠে নামলে কী হবে অনুমান করা কঠিন- তবে আমার সেরাটা দিব।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইপিএল-এ সেরাটা দিতে চান তামিম

পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাড়িয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে না খেললেও খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। প্রথমবারের মত খেলতে যাওয়া আসরটিতে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেট তারকা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাঁ-হাতি এই ওপেনার। সেখানে আজ থেকে শুরু হওয়া ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাতাবেন বাংলাদেশি এই তারকা। আর ঘরের কাছে নেপাল হলেও এই প্রথম সেখানে গেলেন তামিম, তাতেই উচ্ছ্বসিত তিনি।

ক্রিকেটিং নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, নেপালে আসা নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে তাদের বিপক্ষে একবার খেলার সৌভাগ্য হয়েছিল। ইপিএলে খেলার অপেক্ষায় আছি। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। আমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।

নেপালের ক্রিকেট ও কন্ডিশন সম্পর্কে কিছু না জানলেও তামিম নিজেকে ফিরে পেতে মিরপুরে শেষ কয়েকদিন টানা অনুশীলন করেছেন। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে না থাকা তামিম চোট কাটিয়ে ফিরলেও আশাবাদী নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে।

তামিম বলেন, ‘গত ২-৩ মাস ধরে চোটে ছিলাম। গত ২-৩ সপ্তাহ ধরে একটু ভালো বোধ করছি। বাংলাদেশে থাকতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন করেছি। আশা করছি ভালোভাবে শুরু করতে পারব। মাঠে নামলে কী হবে অনুমান করা কঠিন- তবে আমার সেরাটা দিব।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: