বিনোদন ডেস্ক : টলিউড পাড়ার পরিচিত মুখ শুভশ্রী গাঙ্গুলী। তার অভিনয় দক্ষতায় দর্শক মাতিয়েছেন বহুবার। দীর্ঘদিনের অভিনয় জীবনের পেয়েছেন অগণিত সম্মাননা ও পুরষ্কার। তবে বিয়ের পরে ছেলে ইউভানকে নিয়ে জীবনের নতুন অধ্যায় পাড় করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
সম্প্রতি পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘ডক্টর বক্সী’র শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। তবে এবার শুটিংয়ে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে তাকে। কারণ তার শুটিং দেখবে ছেলে ইউভান।
জানা গেছে, পুজার পরে ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর পয়লা বৈশাখে।
পরিচালক বললেন, এক শ্রেণির চিকিৎসকেরা এই পেশাকে শুধুই আয়ের মাধ্যম হিসেবে দেখেন। ‘ডক্টর বক্সী’ এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।
শুভশ্রী গাঙ্গুলী বলেন, ইউভানকে সঙ্গে নিয়ে প্রথমবার শুটিং করছি। আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই সব সময়ে থাকবে। ওকে ছাড়া থাকতে পারব না। শুটিংয়ের পরিবেশে আমার ছেলে বড় হবে।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২১/এএইচ