ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তিনশ পর্বে ‘বাকের খনি’

  • পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • 34

বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘বাকের খনি’ তিনশ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) নাটকটির ৩০০তম পর্ব প্রচারিত হবে। সপ্তাহে পাঁচ দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি।

মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে ফেসবুকের মাধ্যমে খানি বেগম নামে এক সুন্দরী, রুপবতী রমনীর সঙ্গে পরিচয় ঘটেছিল বাকের নামে যুবকের। পুরান ঢাকার অতি আধুনিক খানি বেগম একদিন ছুটির দিন লালাবাগ কেল্লায় বাকেরকে দেখা করতে বলে। কিন্তু তার বন্ধু আবুল ওরফে এ্যাবার প্রতারণায় দেখা আর হয় না দুজনের।

পরদিন বাকের রওনা দেয় এবং রাস্তা পার হতে গিয়ে খানির বাবা লাল মিয়ার গাড়ির নিচে চাপা পড়ে। লাল মিয়া দ্রুত তাকে নিজের বাসায় নিয়ে যায়। ধীরে ধীরে সুস্থ হয় বাকের। কিন্তু হারিয়ে ফেলে স্মৃতিশক্তি। এদিকে বন্ধুকে খুঁজতে সেই বাড়িতে উপস্থিত হয় বাকেরের বন্ধু আবুল ওরফে এ্যাবার। এভাবেই এগিয়ে যায় গল্প।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তিনশ পর্বে ‘বাকের খনি’

পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘বাকের খনি’ তিনশ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) নাটকটির ৩০০তম পর্ব প্রচারিত হবে। সপ্তাহে পাঁচ দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি।

মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে ফেসবুকের মাধ্যমে খানি বেগম নামে এক সুন্দরী, রুপবতী রমনীর সঙ্গে পরিচয় ঘটেছিল বাকের নামে যুবকের। পুরান ঢাকার অতি আধুনিক খানি বেগম একদিন ছুটির দিন লালাবাগ কেল্লায় বাকেরকে দেখা করতে বলে। কিন্তু তার বন্ধু আবুল ওরফে এ্যাবার প্রতারণায় দেখা আর হয় না দুজনের।

পরদিন বাকের রওনা দেয় এবং রাস্তা পার হতে গিয়ে খানির বাবা লাল মিয়ার গাড়ির নিচে চাপা পড়ে। লাল মিয়া দ্রুত তাকে নিজের বাসায় নিয়ে যায়। ধীরে ধীরে সুস্থ হয় বাকের। কিন্তু হারিয়ে ফেলে স্মৃতিশক্তি। এদিকে বন্ধুকে খুঁজতে সেই বাড়িতে উপস্থিত হয় বাকেরের বন্ধু আবুল ওরফে এ্যাবার। এভাবেই এগিয়ে যায় গল্প।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: